সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপি‘র এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা-বাগান এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পে সদস্যরা। অভিযানকালে খাসদবীর মাজারের দক্ষিণ পূর্ব কোনে লাক্কাতুরা চা-বাগান এলাকার পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড ১২ বোর গুলি উদ্ধার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট সিপিসি-১, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. হুমায়ুন কবীর অভিযানে নেতৃত্ব দেন।