সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জুন) এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ায় এ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। তিনি প্রধান অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেবার কথা ছিল। মঙ্গলবার (৯ জুন) রাতে সাড়ে ১১টায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী তারিখ পরে জানানো হবে। এদিকে রাতে হঠাৎ করে সম্মেলন স্থগিত হওয়ার ঘোষণায় জাতীয় পার্টির নেতাকর্মীদের কর্মচাঞ্চল্য থেমে যায়। তারা চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনা করেন। সম্মেলনে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান অতিথি এবং, বিশেষ অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী অংশ নেবার কথা ছিল। এরশাদের অসুস্থতাজনিত কারণে ১৪ জুনে চট্টগ্রামের সম্মেলনও স্থগিত করা হয়েছে। সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন নিয়েও নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন করার পরও আয়োজন স্থগিত হওয়ায় অনেকে হতাশ হয়েছেন।
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৬:১৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »