সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীতে সিগন্যাল উপেক্ষা করে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী সন্দেহে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন এক যুবক। শর্টগানের ছোঁড়া গুলির স্পিন্টার ওই যুবকের গালে ও হাতে লেগেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তালতলায় এ ঘটনা ঘটে।আহত যুবক বিকাশ চন্দ্র দাশ সিলেট নগরীর যতরপুর নবপুষ্প ৯০ নম্বর বাসার বিনাথ বিহারীর ছেলে। আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাশ মোটর সাইকেলের পেছনে বসা ছিল।জিজ্ঞাসাবাদের জন্য মোটর সাইকেল চালক নেপাউল ইসলামকে কোতোয়ালী থানায় আটকে রাখা হয়েছে।লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান- সুরমা মার্কেট পয়েন্টে কতর্ব্যরত পুলিশ মোটর সাইকেল থামাতে সিগন্যাল দেয়। এসময় নেপাউর ও বিকাশ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পেছন থেকে তাদেরকে আরেকটি মোটর সাইকেল ধাওয়া করছিল। সিগন্যাল অমান্য করে বেপরোয়াগতিতে মোটর সাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করায় কর্তব্যরত পুলিশ তাদেরকে ছিনতাইকারী বলে সন্দেহ করে। তাদেরকে ধাওয়া করে তালতলায় নিয়ে যাওয়ার পর এক পুলিশ কনস্টেবল শর্টগানের গুলি ছুঁড়ে। গুলির স্পিন্টারে সামান্য আহত হন বিকাশ। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে দাবি করেন এসআই রবিউল।
ছিনতাইকারী সন্দেহে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন এক যুবক।
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৬:৪৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »