সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক, মানবাধিকার কর্মী রাকেশ রায়কে ফেসবুকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে কোনও উগ্র মৌলবাদি গোষ্ঠীর জঙ্গিরা সাম্প্রদায়িক কটুক্তিসহ এমন হুমকি দিয়েছে। ‘কবর আছে’ নামের আইডি থেকে দু’দফায় ম্যাসেজ পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, শালা মালুর বাচ্চা এখন থেকে সতর্ক হয়ে যা, ন হয় লাশ হয়ে ফিরবে। তুই এখন আমাদের টার্গেট। ম্যাসেজে ফেসবুকের কাভার ছবিও বদলাতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে ফেসবুকের ইনবক্সে এমন হুমকি পাওয়ার পর রাকেশ রায় বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে জানিয়েছেন। এভাবে হুমকির পরবর্তীতে দেশের বিভিন্নস্থানে একাধিক সংখ্যালঘু তরুণ ও যুবককে খুনের ঘটনা সংঘটিত হওয়ায় নিরাপত্তাহীন বোধ করছেন রাকেশ রায়।
হিন্দু মহাজোট নেতা রাকেশ রায়কে হত্যার হুমকি-‘তুই এখন আমাদের টার্গেট’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৬:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »