সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর আব্দুল্লাহ মিয়া হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।পাশাপাশি রায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আাদালতের বিচারক মোহম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মুজম্মিল আলী (৪২) কানাইঘাট উপজেলার ময়না পাহাড় গ্রামের কদুরত আলীর ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া নিহত আব্দুল্লাহ মিয়া (২২) একই গ্রামের একই গ্রামের রুপা মিয়ার ছেলে।মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী (এপিপি) মোস্তফা দিলোয়ার আল আজহার বলেন, দীর্ঘ শোনানীর পর ১৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহন শেষে আদালতে সন্দেহাতিত ভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।মামলায় আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এমএ মালিক শাহিন। মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১ মার্চ সন্ধ্যায় আব্দুল্লাহ মিয়া পাওনা টাকা চাইতে মুজম্মিল আলীর বাড়িতে যায়। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মুজম্মিল কাঠের টুকরো দিয়ে আব্দুল্লাহর মাথায় আঘাত উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। হত্যাকান্ডের পর রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান মুজম্মিল। এরপর আব্দুল্লার মরদেহ মুজম্মিলের বাড়ি থেকে উদ্ধার করেন এলাকার লোকজন। এ ঘটনা এক সপ্তাহ পর (৮মার্চ)নিহতের পিতা রুপা মিয়া বাদি হয়ে কানাইঘাট থানায় একমাত্র মুজম্মিলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যান নং ০৮।মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হিল্লোল রায় ওই বছরের ২৭ জুন মুজম্মিলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে স্থানান্তরিত হলে দায়রা নং-৬০৩/২০০৮ মূলে রেকর্ডের পর একই বছরের ২৩ নভেম্বর অভিযোগ গঠনের পর বিচারকার্য শুরু হয়।
সিলেটের কানাঘাটের চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক আসামির যাবজ্জীবন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৬:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »