সিলেটপোস্টরিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের বাণিজ্যিক ভবন ও শপিং মল ‘পুলিশ প্লাজা কনকর্ড’ উদ্বোধন করবেন।আগামীকাল সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী এই ভবনটির উদ্বোধন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং কনকর্ড গ্রুপের যৌথ উদ্যোগে গুলশান-১ এলাকায় হাতিরঝিলের পাশে বাণিজ্যিক এই ভবনটি নির্মিত হয়েছে। বহুতল বিশিষ্ট এই ভবনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ শপিংমল।শেখ হাসিনা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, কূটনৈতিক ব্যক্তিত্ব, আমলা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামীকাল ‘পুলিশ প্লাজা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৮:২৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »