সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। লাল মিয়া (৩০) নামের ওই যুবককে বৃহস্পতিবার আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। লাল মিয়া সিলেট পাসপোর্ট অফিসে দালালীর কাজ করত বলে অভিযোগ রয়েছে।লাল মিয়া সিলেট সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের গোটাটিকরের মৃত রজ্জাক আলীর ছেলে।মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান- দুইটি পাসপোর্ট করে দেয়ার কথা বলে একব্যক্তির কাছ থেকে লাল মিয়া ৯ হাজার টাকা নেয়। এরপর সে পাসপোর্ট করে দেয়া নিয়ে টালবাহনা শুরু করে।প্রতারণার অভিযোগে ওইব্যক্তি থানায় মামলা করলে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পাসপোর্ট অফিসের দালাল গ্রেফতার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১১, ২০১৫ | ২:৪৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »