সিলেট পোষ্ট রিপোর্ট : শুধু অনন্ত একা নন, একই সংকটে ভুগছেন মোস্তফা সরয়ার ফারুকীও। এই সংকট হচ্ছে ‘শিল্পী সংকট’। প্রতিদিন মিডিয়ায় যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। সেই মুখগুলোর কাউকেই মনে ধরছে না অনন্ত বা ফারুকীর।
অনন্ত তো একটি টেলিকম কোম্পানিকে পাশে নিয়ে নতুন মুখ খোঁজার কার্যক্রম হাতে নিয়েছেন। এতিমধ্যে বেশ সাড়াও পেয়েছেন সেখান থেকে। নিজের মনের মতো শিল্পী এই প্ল্যাটফর্ম থেকে অনন্ত পাবেন কি না তা সময়ই বলে দেবে।
এরই মধ্যে নতুন শিল্পী নিয়ে পরবর্তী কাজের খবর এসেছে ফারুকীর কাছ থেকে। ফারুকী নতুন শিল্পীদের কাছ থেকে সিভি আহবান করেছেন। ফারুকীর নতুন শিল্পী তৈরির হাত একদম পাকা। অনেক অশিল্পীকে দিয়ে তিনি অভিনয় করিয়েছেন। আনকোড়া মুখ নিয়ে কাজ করতে তার জুড়ি নেই। প্রতিদিনই নতুনরা তার কাছে ভিড় জমান এটি মিডিয়ার সবার জানা।
তবে এবার ফারুকী সুনির্দ্দিষ্টভাবে নারী শিল্পী খুঁজছেন। চৌদ্দ বছরের একজন মেয়ে, চৌত্রিশ বছরের একজন নারী- এই দুই ধরনের শিল্পী ছাড়াও সব বয়সী শিল্পীর কাছ থেকেই সাড়া আশা করছেন ফারুকী।