সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «  

সিলেট বিভাগে ৮৫ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সওজ।

file10-500x330সিলেটপোস্টরিপোর্ট:নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে সিলেট বিভাগের ৪ জেলায় ৮৫ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সওজ। এসকল সড়কে সংস্কার কাজ ছাড়াও ৬টি সেতু ও ২৭টি কালভার্ট নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৯৯ কোটি ৯৬ লাখ টাকা। গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সওজের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির জানিয়েছেন, একনেকে প্রকল্পটি পাশ হওয়ায় এখন বাস্তবায়নের পর্যায়ে চলে এসেছে। আগামী বছরের জুনের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সিলেট সড়ক জোনের সড়ক উন্নয়ন প্রকল্পটি অন্যতম। এ প্রকল্পে ব্যয় হবে ৯৯ কোটি ৯৬ লাখ টাকা। চলতি জুন মাস থেকে আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন সময় নির্ধারিত করা হয়েছে। জানা গেছে, অনুমোদিত এ প্রকল্পে সিলেট বিভাগের ৪ জেলার ৭টি সড়কের সংস্কার কাজ করা হবে। মোট বরাদ্দের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সিলেট জেলায়। সিলেট জেলার ৩ সড়কে মোট বরাদ্দ ২৮ কোটি ১৬ লাখ টাকা। সর্বনিম্ন বরাদ্দ দেয়া হয়েছে সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জের ২ সড়কে বরাদ্দ দেয়া হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও হবিগঞ্জের ৩ সড়কের জন্যে ২৭ কোটি ৭৮ লাখ ও মৌলভীবাজারের একটি সড়কের জন্যে ২২ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে অনুমোদিত এ প্রকল্পে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত এ প্রকল্পের মধ্যে দরবস্ত কানাইঘাট-শাহবাগ সড়কের ১৮ কিলোমিটার সংস্কার করা হবে। এ সড়কে ২টি কালভার্ট নির্মাণ, রক্ষণাবেক্ষণ, সড়ক প্রশস্থকরণসহ উন্নয়ন কাজে ব্যয় হবে ১৮ কোটি ৬৯ লাখ টাকা। রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে ৭ কিলোমিটার সংস্কার করা হবে। এছাড়াও এ সড়কে ৪টি কালভার্ট নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পেভমেন্ট মজবুতিকরণ, সিলেট-দাউদাবাদ-দাউদপুর-ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিককোনা-ফেঞ্চুগঞ্জ সড়কে ১ দশমিক ৮২৫ কিলোমিটার কাজ, ৫টি কালভার্ট নির্মাণ ও নতুন পেভমেন্ট নির্মাণ করা হবে। এ দুই সড়কের উন্নয়নে ব্যয় হবে ৯ কোটি ৪৭ লাখ টাকা। সুনামগঞ্জের সুনামগঞ্জ-কাঁচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কে ১৪ দশমিক ৭০ কিলোমিটার সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কে ১৫ দশমিক ৫০ কিলোমিটার সংস্কার কাজ, ১টি সেতু নির্মাণ, সড়ক প্রশস্থকরণ ও পেভমেন্ট নির্মাণকাজে ব্যয় হবে ১৩ কোটি ২৫ লাখ টাকা। মৌলভীবাজারের কুলাউড়া-শমসেরনগর-শ্রীমঙ্গল সড়কে ১৭ কিলোমিটার সংস্কার কাজ, ১টি সেতু ও ১৬টি কালভার্ট নির্মাণ, প্রশস্থকরণ ও পেভমেন্ট নির্মাণ কাজে ২২ কোটি ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জের হবিগঞ্জ-বানিয়াচং সড়কে শুধুমাত্র ৪টি সেতু নির্মাণে ব্যয় হবে ১২ কোটি ৬১ লাখ টাকা। বানিয়াচং-নবীগঞ্জ সড়কের ৯ কিলোমিটার পেভমেন্ট প্রশস্থকরণ ও সারফেসিং কাজ ও শায়েস্তাগঞ্জ-পুরানবাজার-কলিমনগর সড়কে ৩ কিলোমিটার সারফেসিং কাজের জন্যে ৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এছাড়া উপরোক্ত ৯ সড়কের অন্যান্য কাজের জন্যে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১০ লাখ টাকা। জানা গেছে, একনেকে অনুমোদনের পর বর্তমানে প্রকল্প বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এজন্যে দরপত্র আহবানসহ আনুষাঙ্গিক কার্যক্রম চলছে। সকল প্রক্রিয়া শেষে প্রকল্পটি আগামী বছরের (২০১৬) জুন মাসের মধ্যেই বাস্তবায়ন করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ। সিলেট সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির বলেন, একনেকে পাশ হওয়ায় এখন প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। মাঠে কাজ শুরুর আগে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এখন সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপরই প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হবে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.