সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহবায়ক বর্তমান সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, দেশকে নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে, ভারত সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদে সহাবস্থান করছে। চক্রান্তকারীরা বিজয়ের চেতনাকে নস্যাত করার ষড়যন্ত্র করছে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে বিজয়ের চেতনা ও জাতীয় ঐক্যকে কেউ যেন নস্যাত করতে না পারে। আমরা অকুণ্ঠভাবে ড. ইউনুস সরকারকে সমর্থন দিয়েছি, তার নেতৃত্বে ধর্মবর্ণ-দলমত নির্বিশেষে আমরা জাতীয় ঐক্য তৈরি করেছি। আমরা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দাবি করছি। মানুষ জাতীয় নির্বাচন চায়, মানুষ ভোট দিতে চায়। জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র, বিপ্লব ব্যাহত হতে পারে।
আজ শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরের জালালাবাদ থানার কৃষক দলের আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালালাবাদ থানা আহবায়ক ফখর উদ্দিনের সভাপতিত্বে ও আলমগীর হোসেন দুদু,কোরবান আলী ও জালাল উদ্দীন এর যৌত পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, মুরাদ হোসেন, এ কে এম শাহজাহান, জহিরুল ইসলাম মখর, একরামুল করিম মারুফ, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, শাকিল আহমদ, আবু বক্কর,কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
আহবায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন, আহবায়ক ফখর উদ্দিন, যুগ্ম আহবায়ক মৌছর আলম,মুজিবুর রহমান বতুল,আলমগীর হোসেন দুদু, কোরবান আলী, রূপক চৌধুরী, সাবেদ আলী, আব্দুল গফুর, সদস্য সচিব উসমান গনি (কাছন),সম্মানিত সদস্য মইন উদ্দিন (মেম্বার), সুমন রেজা, মোঃ জালাল উদ্দিন,সালমান আরেফিন, জমির আলী, হাছান আহমদ (আছার),আমির আলী, মোঃ আবুল কালাম, সমসাদ মিয়া,সোহেব আহমদ, হেলাল আহমদ, সানোয়ার আহমদ, জাকারিয়া আহমদ।