সিলেটপোস্ট ডেস্ক::চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার (২২ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফর সঙ্গীর তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় ৪নং এ রয়েছেন বৃহত্তর সিলেট বিভাগের কৃতি সন্তান, বিএনপি চেয়ারপার্সন এর সম্মানিত উপদেষ্টা ও বিএনপির ফরেন এফেয়ার্স এডভাইজেরী কমিটির সম্মানিত সদস্য জননেতা ড. মো. এনামুল হক চৌধুরী।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই উন্নত চিকিৎসার ভ্রমণ তালিকায় আরও ১৫ জন সফরসঙ্গীর তালিকা রয়েছেন পরিবারের সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ।