সিলেটপোস্টরিপোর্ট:পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের নেতৃত্বে তুরাগ থানার এক নারী পুলিশ সদস্য গণধর্ষণের শিকার হয়েছে। কালিমুর ভিভিআইপিদের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষ ব্যাটালিয়ান স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত। গণধর্ষণের শিকার ওই নারী পুলিশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।আজ দুপুর দুইটার দিকে ধর্ষণের অভিযোগ আনা ওই নারী পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।ধর্ষিতা ওই নারী পুলিশ কনস্টেবলের বড়বোন অভিযোগ করে জানান, গত বুধবার রাতে রাজারবাগ পুলিশ লাইনের হাসপাতালে যায় তার ছোটবোন। এসময় তার সাবেক স্বামী কালিমুর রহমান খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি বাসায় ডেকে নিয়ে যান তাকে। সেখানে ওই নারীপুলিশ সদস্যকে আটকে রাখা হয়। এরপর পালাক্রমে জোরপূর্ববক তিন যুবক তাকে ধর্ষণ করে।ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম বলেন, ‘ওসিসিতে আসা নারী কনস্টেবলের কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। আগামীকাল তার ফরেনসিক পরীক্ষা করা হবে।’ধর্ষিতার বড়বোন আরো জানান, ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের সঙ্গে তার ছোটবোনের বিয়ে হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তানও রয়েছে।ধর্ষিত নারী পুলিশ সদস্য জানান, বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁও এলাকায় তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া জানান, তাদের মধ্যে বিয়ে ও বিচ্ছেদের ঘটনা হয়েছে বলে জানতাম। কিন্তু এই ধর্ষণের ঘটনা জানা ছিল না।তিনি জানান, কালিমুর রহমান আগে তার থানায় কর্মরত ছিলেন। বর্তমানে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত আছেন।
এএসআইয়ের নেতৃত্বে নারী পুলিশ গণধর্ষণের শিকার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৩, ২০১৫ | ৫:৩৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »