সিলেটপোস্টরিপোর্ট:মাত্র পাঁচ দিনের ব্যবধানে নড়াইল কারাগারে দুই আসামির মৃত্যু হয়েছে। এতে কারাগারে বন্দী থাকা আসামিদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বুধবার ও শনিবারে ওই দুই জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, মো. সাইফুল আজম হাওলাদার (৪০) ও মো. বিল্লাল হোসেন (৩০)।নিহত সাইফুল আজম খুলনা জেলার দৌলতপুর দক্ষিন পাবলা কবরী বটতলা গ্রামের সাহারে আজম হাওলাদারের ছেলে। নড়াইল কারাগারের জেলার এ, কে, এ, এম মাসুদ জানান, ২০১৫ সালে ৫ মে মাদক মামলার আসামি ছিলেন সাইফুল। শনিবার ভোর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতলে পাঠানো হয় তাকে। হাসপাতালে নেওয়ার পর রাত ৩টা ৫০মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।অপরদিকে, বিল্লাল সরদার নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্য হয়। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেরার ডিগ্রিরচর (পশ্চিম পাড়া) গ্রামের আলাপি সরদারের ছেলে। ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন মামলায় তার সাজা হয়। বুধবার সকাল পৌনে নয়টার দিকে কারাগারে ঝাড়– দিতে যেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতলে নিলে কিছু সময় পরে তিনি মারা যান।হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান মুন্সি জানান তারা হ্দরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
৫ দিনের ব্যবধানে নড়াইল কারাগারে ২ আসামির মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৩, ২০১৫ | ৫:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »