সিলেট পোষ্ট রিপোর্ট : ঈদে মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’। যৌথ প্রযোজনার এই ছবিটি প্রথমে দুই দেশে মুক্তি পাবার কথা থাকলেও ছবিটি মুক্তি পাবে চারটি দেশে। বাংলাদেশে ও ভারতের পাশাপাশি ছবিটি মুক্তি পাবে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে।
ইফতেখার চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ছবি সবার কাছে পৌঁছে দেবার প্রয়াসে আমাদের এই উদ্যোগ। একই দিনে আমারা চারটি দেশে অগ্নি-২ মুক্তি দেবো। আমার জানা মতে বাংলাদেশের আর কোন ছবি এর আগে একই সময়ে চার দেশে মুক্তি পায়নি’।
এরই মাঝে অগ্নি-২ ছবির দুইটি ভিডিও গান অনলাইনে প্রকাশ পেয়েছে। গানগুলো বেশ আলোচনাও সৃষ্টি করেছে।
অগ্নি-২ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি ও কলকাতার ওম। এছাড়া ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ভারতের আশিস বিদ্যার্থী।