সিলেট পোষ্ট রিপোর্ট : নায়ক জায়েদ খান এখন পর্যন্ত বহু ছবিতে কাজ করেছেন বহু নায়িকার সঙ্গে। একইসাথে তিনি নতুন নায়িকা ও পুরনো নায়িকার সাথে চুটিয়ে কাজ করছেন। কিভাবে?
জায়েদ খান প্রথমবারের মত তিনি কাজ করলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা রোজিনার সঙ্গে। চ্যানেল আইয়ের ঈদ উপলক্ষে রোজিনাকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের জন্য দুইটি গানে নেচেছেন তিনি।
গতকাল বসুন্ধরায় জায়েদ খান চিত্রনায়িকা রোজিনার সঙ্গে শুটিংয়ে অংশ নেন। আজ শুটিং করেন উত্তরার দিয়াবাড়িতে। ‘অবিচার’ ছবির ‘ছেড়োনা ছেড়োনা’ ও ‘পুনর্মিলন’ ছবির ‘একই নীড়ে দুইটি পাখি’ গানের সঙ্গে নেচেছেন। কোরিওগ্রাফি করছেন আজিজ রেজা। ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের অনুষ্ঠানটি প্রচারিত হবে।
পাশাপাশি জায়েদ খান নতুন একটি ছবি কাজ শুরু করতে যাচ্ছেন পিয়া বিপাশার বিপরীতে। বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিতে প্রথমবার তিনি কাজ করবেন জায়েদ খান। ‘রাজনীতি’ ছবির শুটিং শুরু হবে ২০ জুন। ছবিটিতে আরো অভিনয় করছেন শাকিব খান। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে।