সিলেটপোস্টরিপোর্ট:একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট (এমকা) একযুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছেন মুণপুরী নৃত্যের উপর ১ মাস ব্যাপী কর্মশালা। ১৯ জুন শুক্রবার সকাল ১০ থেকে অনুষ্ঠিত নয়াসড়কস্থ চন্দ্রবিন্দু পোষাক শিল্পের ৩য় তলায়। কর্মশালা পরই শুরু হবে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের মহড়া। এমকার সকল ছাত্র ছাত্রীদের নিয়ে তা উপস্থাপনের ইচ্ছা প্রকাশ করা হয়। কর্মশালার প্রদান উদ্যেশই হচ্ছে একাডেমির শুরুতে যারা অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে একাডেমিকে দার করাতে পেরেছে তাদেরকে আমন্ত্রন জানানো। প্রাক্তন যারা কাজ করেছিল বর্তমানে অনেকেই কাজের চাপে এবং কাজের প্রয়োজনে অনেক দুরে চলে গেছে তাদেরকে আহবান করা হচ্ছে যাতে প্রাণের উৎসবে সবাই মিলিত হতে পারে। এমকা মূলত মনিপুরি সমাজ ও সংস্কৃতিক জন্য অনেক কাজ করে যাচ্ছে। তারা দেশে ও বিদেশে মনিপুরি সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে মনিপুরি নৃত্যকে ধরে রেখেছে। এমকার নৃত্য পরিচালক শান্তনা দেবীর মতে আমাদের সমাজের উচ্চাঙ্গ নৃত্যের জন্য আসেন। তারা মনে করে এগুলো শিখেই বা আমাদের কি লাভ? আর যারা মনিপুরি সমাজ থেকে শিখতে আসে তারা কয়েকদিন পর পরিবারের চাপে থামিয়ে দেয় নাচ শেখা। আজকে যদি সমাজ ও সংসারের চাপে চর্চা কমিয়ে দেই তাহলে মনিপুরি নৃত্য বিলুপ্ত হয়ে যাবে। তাই এমকা একটি দ্রুপদী নৃত্য হিসেবে মনিপুরি নৃত্যকে তুলে ধরার মাধ্যমে একটি সুশীল সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। চল আমরা সবাই মিলে এই শ্লোগানে এক হই। জীবনের ঝুকি নাও/জিতলেও তুমি নেতৃত্ব দিবে/ আর না জিতলে তুমি পরবর্তী কাউকে/পথ দেখিয়ে দিবে-স্বামী বিবেকা নন্দ।কর্মশালায় সিলেটের মনিপুরী নৃত্যে আগ্রহী শিক্ষার্থীদের অংশ গ্রহনের জন্য একমার উপদেষ্টা বিমল কর ও এমকার সভাপতি দীগেন সিংহ আহবান জানান।
এমকা’র ১মাস ব্যাপী মুণিপুরী নৃত্যের কর্মশালা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৮, ২০১৫ | ৬:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »