সিলেট পোস্ট রিপোর্ট: ‘মহেঞ্জোদারো’ সিনেমার সহশিল্পী পূজা হেজের সঙ্গে নাকি বলিউড স্টার ঋত্বিক রোশন প্রেম করছেন। আর তা নিয়েই গণমাধ্যমগুলো সব সরগরম হয়ে আছে।
সুজানার সঙ্গে বিচ্ছেদের পরে বেশ কয়েকদিন হয়ে গেল একা জীবন যাপন করছেন ঋত্বিক রোশন। আশুতোষ গোয়ারিকর নির্মিত অ্যাডভেঞ্চার-রোমান্স ঘরানার সিনেমা ‘মহেঞ্জোদারো’ তে অভিনয় করতে গিয়ে পূজার প্রেমে পড়া তাই অস্বাভাবিক কিছু না।
সম্প্রতি ভূজের শুটিং শেষ করে ঋত্বিক ও পূজাকে একসঙ্গে মুম্বাইতে প্লেনে যেতে দেখা যায়। যদিও একসঙ্গে যাওয়ার অর্থ এই নয় যে তারা প্রেম করছেন, তারপরও এমনি এমনি তো আর এ কথা রটেনি!