সিলেটপোস্টরিপোর্ট:ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল এলাকার এম এ আরিছ মঞ্জিলে এক হিজড়াকে হত্যা করা হয়েছে। আউশকান্দি কিবরিয়া রোডস্থ দেওতৈল গ্রামে এমএ আরিছ মঞ্জিলে জুয়েল মিয়া (জুই) ও হায়দর আলী (আখিঁ) গত শুক্রবার দিবাগত রাত অনুমান ১১টার সময় ঢাকা থেকে ফিরে এসে বন্ধু জুয়েল ও হায়দার আলীর বাসায় উঠেন জিলু মিয়া ওরপে ঝিমলী (২০) নামের হিজরা। রাতের যে কোন এক সময় জিলু মিয়া ওরপে ঝিমলী কে হত্যা করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার সময় তার কক্ষে গলায় ওড়না পেছানো ও মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় ওপর হিজরা ও প্রতিবেশি লোকজন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এস আই আবুল খায়ের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের কামড়াখাইর গ্রামের আশিক মিয়ার সন্তান জিলু মিয়া ওরপে ঝিমলী। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনও সনাক্ত করা যায়নি। হিজরা খুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশ ও বাজার এলাকার শত-শত লোকজন এক নজর দেখার জন্য আরিছ মঞ্জিলে ভিড় জমান। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, ঘটনার সাথে জড়িত নিহত হিজড়ার বন্ধু জুইকে আটক করেছে পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
নবীগঞ্জে বন্ধুর বাসায় হিজড়াকে পিটিয়ে হত্যা ॥ সহপাঠি জুই আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৪:১৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »