সিলেটপোস্টরিপোর্ট:নগরীর তালতলা পয়েন্টে ভ্রাম্যমান আদালত কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ উদ্ধার করে বিনষ্ট করে। এ সময় ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।রবিবার দুপুরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কালাম উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স নেতা লায়ন্স আহমদ। এছাড়াও পুলিসের এএসআই ফারুক মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে।অভিযানে তালতলা পয়েন্টে অবস্থিত জেনি প্রিমিয়াম টি-কে মেয়াদোত্তীর্ণ চা বিক্রির দায়ে ১হাজার টাকা জরিমানা করে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আখি ভেরাইটিজ স্টোরকেও ১হাজার টাকা জরিমানা করে আদালত।এছাড়াও ফুলকলি তালতলা শাখাকে মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রির দায়ে ২হাজার টাকা জরিমানা করে। সেই সাথে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মেসার্স আল রাহাত মেডিকেল হলকে ২হাজার টাকা জরিমানা করা হয়।পরে আটককৃত সকল মেয়াদোত্তীর্ণ পণ্য মোড়কমুক্ত করে ড্রেনে ফেলে নষ্ট করে দেয়া হয়। এবং মোড়কগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।
তালতলা ভ্রাম্যমান আদালতের অভিযান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৫:৪৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »