সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর ছাত্রদল নেতা কারাঅন্তরীণ নাবিন রাজা চৌধুরীর মুক্তির দাবিতে নগরির সুবিদ বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মহানগর ছাত্রদল নেতা আলী আহমদ আলমের সভাপতিত্বে এবং রুবলে আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন হানুর ইসলাম ইমন,আব্দুল মালেক,সাবের আহমদ চৌধুরি,আব্দুল আলিম। উপস্থিত ছিলেন মাসরুর রাসেল,মাহফুজ মুন্না,রানা আহমদ রুস্তম, রুবেল খাঁ,রুমন আহমদ,জালাল, আহমদ,জিসান,রাইয়ান,জাহেদ,রাহি,তারেক,ফখরুল,রুহান,শিবলি,সারজুল,লাহিল,রাছেল প্রমুখ। সভায় বক্তাগন অবিলম্বে নাবিন রাজা চৌধুরীর নিংশর্ত মুক্তি দাবি করেন।
মহানগর ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরীর মুক্তির দাবীতে ছাত্রদলের বিক্ষাভ মিছিল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৩, ২০১৫ | ৪:৩৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »