সিলেটপোস্টরিপোর্ট:চুনারুঘাটের পল্লীতে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে ৪ সন্তানের জনকের সাথে পালিয়ে যাওয়ার সময় ৬ সন্তানের জননীকে আটক করেছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে গাজীপুর ইউনিয়নের ময়নাবিল রেমা বিজিবি ক্যাম্প এলাকায়। জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের গোগিনপুর গ্রামের মৃত আইয়ূব আলীর পুত্র ৪ সন্তানের জনক আজগর আলী (৪৫) এর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে একই গ্রামের আবুল কালামের স্ত্রী ৬ সন্তানের জননী আছমা আক্তার (৩৫)। গত বুধবার রাতে দুজন অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় রেমা বিজিবি ক্যাম্পের দফাদারের হাতে ধরা পড়ে। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই হারুন-অর-রশীদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’জনকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
৬ সন্তানের জননী পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৫, ২০১৫ | ৪:৩২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »