সিলেটপোস্টরিপোর্ট:সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শিশুর অঙ্গহানির ঘটনায় দায়েরকৃত মামলার ধার্য তারিখ আজ (রোববার)। সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাহেদুল করিমের আদালতে এ ঘটনায় বিশেষজ্ঞ তদন্ত কমিটির রিপোর্ট খোলা হতে পারে। ইতোমধ্যে আদালতে নির্দেশে গঠিত ওসমানী হাসপাতালের বিশেষজ্ঞ তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। অঙ্গহানির শিকার সাংবাদিক বদরুর রহমান বাবরের শিশুপুত্র সাফির তর্জনী আঙ্গুলে দু‘দফা অস্ত্রোপচারের মাধ্যমে আঙ্গুল কেটে ফেলা হয়।উল্লেখ্য গত ১৮ জানুয়ারি বাংলাভিশনের ক্যামেরাপার্সন ও সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বদরুর রহমান বাবরের ৮ বছরের শিশুপুত্র সাফি দরজার হোজবেল্টে আঘাত পায়। দ্রুত চিকিৎসার জন্য বাসার পার্শ্ববর্তী সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসায় অবহেলার কারণে আঙ্গুলে ‘গ্যাংগ্রিন’ হয়। পরবর্তীতে ঢাকা ও সিলেটের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে গত ১৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে সাফির ডানহাতের তর্জনী কেটে ফেলা হয়। এ ঘটনায় সাংবাদিক বদরুর রহমান বাবর বাদী হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগে উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ ডাক্তারসহ ৮ জনের বিরুদ্ধে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের জন্য ওসমানী হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন। আদালতের নির্দেশে গত মে মাসে সিলগালা তদন্ত রিপোর্ট জমা দেন কমিটি।
উইমেন্স হাসপাতালে চিকিৎসায় অবহেলা রোববার তদন্তপ্রতিবেদন খোলা হচ্ছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৭, ২০১৫ | ৬:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »