সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জ নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, সাংবাদিকরা হল সামাজের দর্পন। দেশ ও সমাজের উন্নয়নে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। আমি হবিগঞ্জে এসে বুঝতে পারলাম হবিগঞ্জ একটি শান্তিপুর্ণ জেলা। এখানকার মানুষ সামাজিক বন্ধনে আবদ্ধ। তিনি লেখনির মাধ্যমে হবিগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিক ও প্রশাসনসহ সমাজের সকলের সহযোগীতায় আমি হবিগঞ্জের উন্নয়নে অগ্রসর হব। নবাগত জেলা প্রশাসক গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দিলীপ কুমার বণিকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সফিউল আলম, এনডিসি মোঃ আলমগীর হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রতিদিনের বাণী সম্পাদক শাবান মিয়া, স্বদেশ বার্তার সম্পাদক ইসমাইল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি আব্দুল বারী লস্কর, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ ফরিয়াদ ও সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি নির্মল ভট্টাচার্য রিংকু, দৈনিক তরফবার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক দেশজমিন সম্পাদক আলমগীর খান, আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, জিটিভি প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের বার্তা সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর, এয়ারলিংক চেয়ারম্যান নুরউদ্দিন জাহাঙ্গীর, দৈনিক জনতার জেলা প্রতিনিধি আব্দুল জলিল প্রমুখ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সমাচারের নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, করাঙ্গী নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, অনলাইন ‘বাংলারকণ্ঠ ২৪ ডটকম’ সম্পাদক এসএম খোকন, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ সুরুজ আলী, সমাচারের স্টাফ রিপোর্টার একে কাওসার, আখলাছ আহমেদ প্রিয়, প্রতিদিনের বানীর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, দৈনিক এক্সপ্রেস স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৮, ২০১৫ | ৫:৪০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »