সিলেটপোস্টরিপোর্ট:সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ তার এ আবেদন নামঞ্জুর করেন।আদালত সূত্রে জানা যায়, কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক আরিফুল হক চৌধুরীর আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন রোববার একই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় তার জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারক তা নামঞ্জুর করেন। শুনানীকালে আইনজীবী আদালতকে জানান,আরিফুল হক চৌধুরী কারাগারে যাওয়ার পর থেকেই অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি তখন থেকেই হাসপাতালে চিকিৎধীন অবস্থায় আছেন। আসামীপক্ষে শুনানীতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিনআহমেদ, আব্দুল হাই, নূরুল ইসলামসহ বিএনপিপন্থী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি (পাবলিক প্রসিকিউটর) আকবর হোসেন জিতু। উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলায় সর্বশেষ চার্জশীটে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছসহ নতুন ১১ জনকে অন্তর্ভূক্ত করে মোট ৩৫ জনকে আসামী করা হয়। এর মধ্যে একজন মারা যাওয়ায় এবং আরও ২ জনের নাম ঠিকানা সঠিক না পাওয়ায় তাদেরকে চার্জশীট থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বাকি ৩২ জনের মধ্যে ১৫ জন কারাগারে, হারিছ চৌধুরীসহ ৯ জন পলাতক ও ৮ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এ মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর জি কে গউছ এবং ৩১ ডিসেম্বর আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পন করলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। একই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলাটি উচ্চ আদালতের নির্দেশে অধিকতর তদন্ত চলছে। এর তদন্ত করছেন সিলেটের সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল। হত্যা মামলায় কারাগারে আটকদের তিনি বিস্ফোরক মামলায় শ্যোন এ্যারেস্টের আবেদন করেন।
বিস্ফোরক মামলায় মেয়র আরিফের জামিন নামঞ্জুর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৮, ২০১৫ | ৫:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »