সিলেটপোস্টরিপোর্ট:কবি আহসান হাবিব মৃত্যু দিবস উপলক্ষে মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তির আশর। গত ৩ জুলাই ইলেকট্রিক সাপ্লাই অস্থায়ী কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় মুক্তক্ষরের শিক্ষার্থীরা কবির আমি মেঘনা পারের ছেলে/ধন্যবাদ ও দোতলায় ল্যান্ডিং কবিতা গুলি আবৃত্তিতে নিবেদন করেন ফাহরিন, ফারজানা, ফারহানা,পরশ, স্নেহা, পরমা, বৃষ্টি, অপি। উল্লেখ্যযে, বাংলাদেশ শিল্প একাডেমি প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে ইতিহাস সম্পৃত্ত বিভিন্ন ধরনের উদ্দীপনা মূলক সংগীত ও নৃত্যের বিশেষ প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আয়োজিত বাছাই পর্বে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। গত ২৯ ও ৩০ জুন সংগীত ও নৃত্যে বড় দল ও ছোট দলে বাছাই পরীক্ষায় মুক্তাক্ষরের ৫ জন শিক্ষার্থী শতভাগ সাফল্যে নির্বাচিত হয়। মেধানুশারে সংগীত ছোটদলে ইসমাইল হোসেন টিপু ও শতাব্দী চক্রবর্তী পরমা এবং বড় দলে হিমেল দাস নির্বাচিত হয়। নৃত্যে ছোট দলে পূণমকর পূজা ও বড় দলে প্রিয়াশ্রী কর পিউ নির্বাচিত হয়। শীগ্রই জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচিতদের নিয়ে বিশেষ কর্মসালায় আয়োজন কালে সবাই অংশগ্রহন করে পূণরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে অবিভাকদের প্রতি কৃতকার্য হওয়ার যথাযথ চর্চার প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্য মুক্তাক্ষরের পরিচালক বিমল কর ও সভাপতি মোঃ নুরুল আমীন উদাত্ত আহবান জানান।
আহসান হাবিবের কবিতায় মুক্তাক্ষরে প্রাঞ্জল আবৃত্তি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৩, ২০১৫ | ৫:৩৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »