সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর সুরমা মাকের্টে এক ছিনতাইকারীকে রামধোলাই দিয়েছে জনতা। একটি দোকানের ক্যাশ থেকে টাকা ছিনতাইকালে তাকে হাতেনাতে ধরে জনতা তাকে ধোলাই দেয়। গণধোলাইর এক পর্যায়ে ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।সুরমা মার্কেটের পীযুষ ভেরাইটিজ স্টোরের স্বত্তাধিকারী পীযুষ কান্তি দাস জানান- দোকানে তিনি একা ছিলেন। এসময় তিনি চেয়ার থেকে ওঠে এক ক্রেতাকে পণ্য দিতে যান। এসময় এক ছিনতাইকারী এসে তার দোকানের ক্যাশ খুলে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।টাকা লুটের বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা এসে ওই ছিনতাইকারীকে আটক ধোলাই দেন। মারধরের একপর্যায়ে ছিনতাইকারীর পরণের শার্ট ছিঁড়ে যায়। ছিনতাইকারী যুবককে পুলিশে তুলে দেয়ার প্রস্তুতিকলে কৌশলে সে দৌঁড়ে পালিয়ে যায়।এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানারও ওসি সোহেল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব।
সুরমা মার্কেটে ছিনতাইকারীকে রামধোলাই
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৭, ২০১৫ | ৪:০২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »