সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত শিল্প পণ্য, শাড়ি, ওড়না, চাঁদর, গামছা, খেস ইত্যাদি পণ্যসমুহ সঠিক মানসহ সাধারনের নিকট বিক্রয় ও বিপণনের জন্য এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) নামে সিলেটের একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার তত্তাবধানে শিবগঞ্জ এলাকায় মোইরাং নামে একটি আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারা বেগম, লিডিং ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক নুসরাত হাসিনা শম্পা, একডো’র নির্বাহী পরিচালক ল²ীকান্ত সিংহ, মোইরাং এর পরিচালক যোগেশ্বর সিংহ অপু এবং অন্যান্য মণিপুরী সামাজিক সংগঠন প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃপেন্দ্র সিংহ, নামব্রম শংকর, সামেন্দ্র সিংহ প্রমূখ।