সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ঈদের আনন্দকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রকৃত সার্থকতা অর্জিত হয়। পবিত্র ঈদের দিনে খাবারের অভাবে অনেক অসহায় মানুষের ঈদের খুশি থেকে বঞ্চিত হয়। অসহায় সুবিধা বঞ্চিত মানুষের ঈদকে আনন্দময় করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তালুকদার মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বৃহস্পতিবার নগরীর হাউজিং ষ্টেট কমিউনিটি হলে মুরুব্বি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, আলহাজ্ব আব্দুল বারী, মো. লুৎফুর রহমান, তাহিদ আহমদ, শামীম আহমদ আব্দুল মন্নান, জয়নুল আহমদ, মনসুর আহমদ, আলাম আহমদ, আব্দুল মতিন , জসিম উদ্দিন বাদল, মানবাধিকার কর্মী এমজেএইচ জামিল ও মাওলানা মো. জাকারিয়া আহমেদ প্রমুখ।এসময় বক্তারা বলেন, গরীব দুঃখীরা ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাদের অনেক সীমাবদ্ধতা থেকে যায়। তাদের ঈদকে আনন্দপূর্ণ করতে তালুকদার মানব কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগ একটি মহৎ উদ্যোগ। এমন উদ্যোগ আরো চালিয়ে যাবার অনুরোধ জানান বক্তারা।
সুবিধা বঞ্চিতদের জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে : কয়েস লোদী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৯, ২০১৫ | ৫:২৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »