সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র শবে কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে প্রশাসনিক ও একাডেমিক সকল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। ২৪ ও ২৫ জুলাই বিশ^বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় (২৬ জুলাই) রবিবার থেকে প্রশাসনিক কার্যক্রম ও পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জোবায়ের আহমেদ চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।