সিলেট পোস্ট রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রওনা করেন তিনি।
৬ জানুয়ারি গ্রেফতার হওয়ার পর ১৪ জুলাই উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্য যাওয়ার সময় বিমানবন্দরে মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।