সংবাদ শিরোনাম
গণতন্ত্র হত্যাকারীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, খেয়াল রাখতে হবে: কাইয়ুম চৌধুরী  » «   ওসমানীনগরে আ,লীগ নেতা মুকিদের বিরোদ্ধে প্রবাসী মহিলার টাকা আত্নসাতের অভিযোগ!  » «   শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «  

শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যে বলিউড অভিনেত্রীরা

netসিলেটপোস্টরিপোর্ট:আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে বলিউডের সম্পর্কের কথা প্রচলিত অনেক আগে থেকেই। দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে আমির খান… বলিউডের অনেক তারকার সঙ্গেই আন্ডারওয়ার্ল্ড ব্যক্তিত্বদের সম্পর্কের খবর নানা সময় ছড়িয়েছে।

 

বলিউড তারকাদের সঙ্গে দাউদ ইব্রাহিম বা হাজি মাস্তানদের ছবি ইন্টারনেটের দৌলতে এখন কারোর অজানা নয়। এর মধ্যে আবার অনেক তারকা ডনদের থেকে হুমকি ফোন পেয়েছেন। নিজেদের বাঁচাতে পুলিশি সুরক্ষার ব্যবস্থাও করেছেন তারা। তবে এই ডনরা কিন্তু শুধু বলিউডকে হুমকিই দেননি। একাধিক হিরোইনের সঙ্গে প্রেমও করেছেন। তার মধ্যে বেশ কিছু সম্পর্ক ছিল গভীর।

 

হাজি মাস্তান-সোনা

 

masমধুবালার খুব বড় ফ্যান ছিলেন হাজি মাস্তান। তাই সোনাকে যখন তিনি দেখেন তখন থেকেই সোনার প্রতি টান অনুভব করতে থাকেন তিনি। বলিউডে সোনা প্রথম সারির অভিনেত্রী ছিলেন না। কিন্তু মধুবালার মতো দেখতে হওয়ায় লাইমলাইট তার ওপর থেকে সরেনি। বিশেষ করে হাজি মাস্তানের সঙ্গে যখন বিয়ে হয়, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সোনা।

হাজি মাস্তান আর সোনার লাভস্টোরি নিয়ে ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই নামক সিনেমা বানিয়েছেন একতা কাপুর। সেখানে সোনার চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রাণৌত। হাজি মাস্তানের ভূমিকায় ছিলেন অজয় দেবগন।

 

দাউদ ইব্রাদিম-মন্দাকিনী

 

dadমন্দাকিনী আর দাউদ ইব্রাহিমের সম্পর্ক সর্বজনবিদিত। তাদের দু’জনকে একসঙ্গে অনেক জায়গায় দেখাও গেছে একাধিকবার। শোনা যায়, মন্দাকিনী দুবাইয়ে দাউদের সঙ্গেই লিভ-ইন করতেন। স্বামী-স্ত্রীর মতো দিন কাটাতেন তারা। কিন্তু মন্দাকিনী সে কথা অস্বীকার করেন। জানান, তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। তিনি আর দাউদ ইব্রাহিম ‘জাস্ট ফ্রেন্ডস’।

 

ভিকি গোস্বামী-মমতা কুলকার্নি
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। তিরঙ্গা, ক্রান্তিবীর, চায়না গেট, করণ অর্জুন-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীর সঙ্গে ছিল তার লাভ-অ্যাফেয়ার। শোনা যায়, ভিকির জন্য মমতা নাকি বলিউের অনেক প্রথম সারির সিনেমায় কাজ পেয়েছিলেন। সিনেমার কথা সত্যি কি মিথ্যে, তা বিতর্কিত বিষয়। কিন্তু মমতা একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ভিকির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এখনো ভিকিকে তিনি ভালোবাসেন।

 

আবু সালেম-মনিকা বেদি

 

babuআবু সালেমের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোচুরি করেননি মনিকা বেদি। প্রথম থেকেই স্বীকার করে এসেছেন এই সম্পর্কের কথা। একটা সময় তো এমনও গেছে যখন তাদের মধ্য বিস্তর প্রেমপত্র বিনিময় চলত। শোনা যায়, মনিকা নিজেকে আবু সালেমের স্ত্রী বলেও পরিচয় দিতেন। আবু সালেমও নাকি জানিয়েছিলেন মনিকা তার স্ত্রী। তবে ‘বিগ বস ২’-এর সময় অন ক্যামেরা নিজের সম্পর্কের কথা অস্বীকার করেন মনিকা বেদি। জানান, আবুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার। এখন তিনি তার অতীত থেকে বেরিয়ে আসতে চান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.