সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকায় চাচার বিয়ের গেইটে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ১০ বছরের এক স্কুল ছাত্র। মঙ্গলবার রাত ৮টার দিকে কদমতলী ২৬ নং ওয়ার্ডেরস্বর্ণশিখা-৪৫ নং বাসায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট শিশুর নাম রাসেল আহমদ (১০)। সে ঐ বাসার ফজলু মিয়ার ছেলে। রাসেল কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বাসার চাচা সোহেলের বিয়ের গেইট বেয়ে রাসেল উপরে উঠে যায়। গেইটের উপরে আলোকসজ্জার লাইনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে সিলেট নগরীর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর তৌফিক বক্স লিপনসহ এলাকার গণ্যমান্যরা ছুটে যান রাসেলের বাসায়।
সিলেটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৯, ২০১৫ | ৭:০৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »