সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী  » «   ওসমানীনগরে ছাত্র দল নেতা নুনু স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট মহানগর কৃষকদলের খাদ্যসামগ্রী বিতরণ  » «   ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন-ডাঃ এ জেড এম জাহিদ হোসেন  » «   নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: কাইয়ুম চৌধুরী  » «   সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «  

সিলেটে সাফ ফুটবল: আফগানদের গুড়িয়ে দেয়ার স্বপ্ন বাংলাদেশের

36494সিলেটপোস্টরিপোর্ট:ম্যাচ প্রিভিউ হবে, এরকম কোনো কিছু আগে থেকে ঠিক ছিল না। কিন্তু সিলেটের গণমাধ্যমকর্মীদের অব্যাহত ‘যন্ত্রণায়’ বাধ্য হয়েই সংক্ষিপ্ত আকারে চার কোচকে নিয়ে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালের আগে প্রিভিউয়ের আয়োজন করলেন বাফুফে’র পিআরও আহসান আহমদ অমিত। চার সেমিফাইনালিস্ট, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপালের মধ্যে ভারতের প্রধান কোচই শুধু এলেন না। তার বদলে সহকারি কোচ বিবিয়ানো ফার্নান্দোজ এসে বলে গেলেন ফাইনালে যাওয়ার লক্ষ্যের কথা।শনিবার বিকেল ৬টার দিকে নগরীর একটি অভিজাত হোটেলে ম্যাচ প্রিভিউয়ের শুরুটাও ভারতকে দিয়ে। সেখানে ফার্নান্দোজ বললেন, ‘সেমিফাইনাল সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ। বিগ ম্যাচ। যেখানে আমরা জয় ছাড়া আর কিছুই ভাবছি না।’দল নিয়ে ফার্নান্দোজের মন্তব্য ‘আমাদের আগের ম্যাচের দলই অপরিবর্তিত থাকবে, যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে হয়তো দুয়েকটি পরিবর্তন আসতে পারে।’ভারতীয় সহকারি কোচ জানালেন, সেমিফাইনালের জন্য তার দল পুরো প্রস্তুত।ফাইনালে যাওয়াই লক্ষ্য, এটা জানিয়ে ফার্নান্দোজ বললেন, ‘ফাইনালে বাংলাদেশই আমাদের প্রতিপক্ষ হতে পারে বলে ধারণা করছি।’নেপালের কোচ উপেন্দ্র মান সিংকে বেশ ব্যতিব্যস্ত দেখা গেল। উঠি উঠি করে তিনি যা বললেন, তার সারাংশ, ‘সেমিফাইনাল ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এজন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ছেলেরা মেন্টালি এবং ফিজিক্যালি খুবই ভালো অবস্থায় আছে। আমরা লড়াই করবো।’এবারের সেমিফাইনালের প্রতিপক্ষ ভারতের কাছে এই আসরের সর্বশেষ টুর্নামেন্টের ফাইনালে আপনার দল হেরেছিল। এবার কি প্রতিশোধ নেয়ার পালা? এমন প্রশ্নে ‘প্রতিশোধ’র কথাই বললেন নেপালের কোচ, ‘এই ম্যাচ আমাদের জন্য রিভেঞ্জ।’ইংরেজি না বুঝা আফগান কোচ সাথে করে নিয়ে এলেন অধিনায়ক মোহাম্মদ জাওয়েদকে। দোভাষী জাওয়েদ কোচের কথা রূপান্তর করে বললেন, ‘বাংলাদেশ পাওয়ারফুল ফুটবল খেলবে। তবে আমরাও ছেড়ে কথা বলবো না। দল পুরোপুরি প্রস্তুত, ইনজুরিমুক্ত।’সবশেষে এলেন বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী। আত্মবিশ্বাসের ছাপ তার চেহারায়। শোনালের আত্মপ্রত্যয়ের কথা, ‘আমরা সেমিফাইনালে ওঠে প্রাথমিক টার্গেট পূরণ করেছি। এখন আমাদের টার্গেট সেমিফাইনাল জিতে ফাইনাল খেলা। আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে এগুচ্ছি।’দলের অবস্থা সম্পর্কে জিলানী বললেন, ‘ছেলেরা মানসিকভাবে খুবই চাঙ্গা রয়েছে। আফগানরা টেকনিক্যালি, ফিজিক্যালি আমাদের চেয়ে ভালো, তবে মেন্টালি আমরা তাদের চেয়ে অনেক এগিয়ে। তাছাড়া মাঠ, দর্শক সব আমাদের। সিলেটের দর্শকদের সমর্থন আমাদের ছেলেদের বেশ অনুপ্রাণিত করছে, করেছে।’তবে বৃষ্টি নিয়ে খানিকটা সংশয়ে আছেন কোচ। বললেন, বৃষ্টিতে কে ভালো খেলবে কে খারাপ খেলবে, বলা যায় না। বৃষ্টি হলে কর্দমাক্ত মাঠে নতুন কৌশল ঠিক করে নামতে হবে।। ম্যাচের সম্ভাব্য ফরমেশন কি হবে, তা অনেক চেষ্টা করেও কোচের মুখ থেকে কিছু বের করা যায়নি। তবে আত্মবিশ্বাসে টুইটুম্বুর হয়ে বললেন, ‘আমরা ভয়-ডরহীন ফুটবল খেলে এ পর্যন্ত এসেছি। এভাবেই খেলে যেতে চাই। আফগানদের গুড়িয়ে ফাইনালে যেতে চাই।’দলের সাদ উদ্দিন ও সরওয়ার জামান নিপুর বিষয়ে আলাদাভাবে বললেন কোচ জিলানী, ‘নিপুকে হঠাৎ একদিন আবিষ্কার করি আমি। একটা ম্যাচে ওর খেলা দেখে তার সাথে কথা বলি। তারপর নিজেই নিয়ে আসি দলে। ও তো দারুণ খেলছে। আর সাদ উদ্দিন খুবই পরিশ্রমী, দুর্দান্ত খেলোয়াড়।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.