সিলেটপোস্টরিপোর্ট:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।শনিবার সকালে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তার-কর্মচারীদের উপস্থিতিতে শোক র্যালি ও শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।পরে কলেজ অডিটরিয়ামে এক শোক সভার আয়োজন করা হয়। অধ্যাপক নজমুল ইসলামের পরিচালনায় সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস বলেন- বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। এ ভূখন্ডে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। তাঁর ঋণ জাতি কোনদিন শোধ করতে পারবে না। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহবান জানান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নূরুজ্জামান, গভর্র্ণিং বডির সদস্য মোস্তফা নূরুজ্জামান, অধ্যাপক কমল পাণি চৌধুরী, অধ্যাপক রৌশন আহমদ খান। শিক্ষার্থীদের মধ্যে আব্দুল হামিদ, মুহিত আহমদ শাহ, রেজান আহমদ শাহ, ফাহিম আহমদ প্রমুখ।অনুষ্টান শেষে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক আসগর হোসাইন।
পঠিত : 64
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন