সিলেটপোস্টরিপোর্ট:প্রেম যুগলের মধ্যে ঝগড়া, রেগে গিয়ে রাস্তায় নগ্ন হলেন প্রেমিকা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তরুণীর নগ্ন হওয়ার সেই উদ্ভট ভিডিও।রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন এক প্রেম যুগল। হঠাৎ রেগে গেলেন তরুণী। আলোচনা উত্তপ্ত থেকে আরও উত্তপ্ত হতে থাকল। পাস দিয়ে হেটে যাচ্ছেন মানুষ। হুশ নেই যুগলের। আলোচনা ধীরে ধীরে ঝগড়ার আকার নেয়। কথা বলতে বলতেই যুবককে ধাক্কা দেন তরুণী। ঝগড়ার কোনও সমাধান সূত্র না পেয়ে শেষমেশ তরুণী বিবস্ত্র হতে শুরু করেন। প্রথমে নিজের টপ। এরপর একে একে প্যান্ট থেকে যাবতীয় পরিধেয়। অবাক হয়ে যান যুবক। কথা বলতে বলতে এই কাণ্ড ঘটাবেন তাঁর প্রেমিকা, তা কল্পনাও করেননি যুবক। তরুণীর এই কাণ্ড দেখে হতবাক পথ চলতি মানুষও। তরুণীকে বিবস্ত্র অবস্থায় দেখে চোখ গোল গোল করে দেখতে শুরু করে সবাই।চাইনিজ যুগলের এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া, রাস্তায় নগ্ন হলেন তরুণী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২১, ২০১৫ | ২:৫৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »