সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলা শাখার ২০১৫-২০১৬ ইং সনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট শহরতলী সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদরাসায় এ কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুহায়ীল আহমদ তালুকদার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট (পশ্চিম) জেলার সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ তাজির, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট (পশ্চিম) জেলার প্রচার সম্পাদক আব্দুল করিম, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক আলী আনহার শাহান। এতে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ ওলীউর রহমান মানিককে সভাপতি ও মুহা. আনোয়ার হুসাইনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্ন দায়িত্বশীলরা হলেন সিনি: সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি শাহাব উদ্দিন, সাহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ প্রচার সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক এনামুল হক খাঁন এহসান, অফিস সম্পদক মাহবুবুর রহমান, সহ অফিস সম্পদক মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুতিউর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক ফরহাদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হাই, নির্বাহী সদস্য কাওছার আহমদ, আব্দুস সামাদ আজাদ, রুকন উদ্দিন, ছাব্বির আহমদ, আব্দুল আজিজ ও আলমগীর হুসেন।
সিলেট সদর তালামীযের কাউন্সিল সম্পন্ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২১, ২০১৫ | ৪:৩৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »