সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।সোমবার সকাল ১০টার দিকে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ এলাকায় সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিয়ানীবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার ফায়ার ও ডিফেন্স সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিসম উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালতে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।এসআই জিসম আরও জানান, দুর্ঘটনায় সিলেটগামী বাসের চালকও আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এনা পরিবহনের বাসের চালক পালিয়ে গেছেন।
বিয়ানীবাজারে ২ বাসের সংঘর্ষ, আহত ২০
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২১, ২০১৫ | ৪:৪৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »