নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট : সিলেট নগরীতে ছাত্রী উত্যক্ত করার প্রতিবাদ করায় ৩ জনকে ছরিকাঘাতের মামলার অন্যতম আসামী সানি আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর খাসদবীর থেকে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত সানি খাসদবীর বন্ধন বি/৩০ নং বাসার সফিক মিয়ার ছেলে।
বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন সানিকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় গত ১৪ সেপ্টেম্বর খাসদবীর বন্ধন বি/৩০ নং বাসার সফিক মিয়ার ছেলে মিলন আহমদ মোহন, সানি আহমদ, গোয়াইপাড়া হেলিম, রুবেল, দুলাল, আরিফসহ অজ্ঞাত ৪/৫ জন খাসদবীর ইসরাইল মিয়ার রোডে হামলা ও ছুরিকাঘাত করে শুকুর, ফারহান ও নাছিরকে গুরুতর আহত করে। নগরীর খাসদবীরের বন্ধন-জি-/১৭ বাসার মৃত হাসান আলীর ছেলে বাদী থানায় মামলা করেন।