সিলেটপোস্টরিপোর্ট:আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে শূণ্য হয়ে পড়েছে সিলেট জেলা পরিষদের প্রশাসকের পদ। প্রশাসকের এই পদ পেতে ব্যস্ততা বেড়ে গেছে সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। গুরুত্বপূর্ণ এই পদ পেতে তারা ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন।জেলা পরিষদের প্রশাসক হতে আগ্রহীদের তালিকায় এবার নাম ওঠে এসেছে প্রয়াত আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নীনা চৌধুরীর। স্বামীর মৃত্যুতে শূণ্য হওয়া এই চেয়ারে বসতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।সিলেটে মহিলা আওয়ামী লীগে যে কয়েকজন নেত্রী রাজনীতিতে সক্রিয় তার মধ্যে অন্যতম নীনা চৌধুরী। নি:সন্তান নীনা চৌধুরী রাজনীতি নিয়েই জীবনের বাকি সময় কাটিয়ে দিতে চান। স্বামীর মতো বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই পার করে দিতে চান বাকি জীবন।জেলা পরিষদের প্রশাসক হতে আগ্রহ আছে কি-না এমন প্রশ্নের জবাবে নীনা চৌধুরী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ম শেখ হাসিনার আস্থার প্রতি তিনি শ্রদ্ধাশীল। শেখ হাসিনা তাকে কোন দায়িত্ব দিলে তিনি তা আস্থার সহিত পালন করতে প্রস্তুত আছেন।প্রসঙ্গত, জেলা পরিষদের প্রশাসক পদের দৌঁড়ে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক।
স্বামীর চেয়ারে বসতে চান সুফিয়ান চৌধুরীর স্ত্রী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ৩০, ২০১৫ | ৪:২৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »