সিলেটপোস্টরিপোর্ট:জামায়াতের সেক্রেটারি জেনারেলআলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই রায়ে স্বাক্ষরের পর তা প্রকাশিত হয় বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম।আইনজীবীরা বলছেন, এখন আগামী ১৫ দিনের মধ্যে এই রায় পুনর্বিবেচনার আবেদন করতে সুযোগ পাবেন আসামিপক্ষ।মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে চলতি বছরের ২৯ জুলাই সংক্ষিপ্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মুজাহিদ,সালাউদ্দিন কাদেরের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ৩০, ২০১৫ | ৪:৩২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »