সংবাদ শিরোনাম
সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা  » «   শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «  

গৃহবধূকে পিটিয়ে আহত করেছে বাড়িওয়ালা

rumiসিলেটপোস্টরিপোর্ট:কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে বাড়িওয়ালা ও তার লোকজন। গুরুতর আহত গৃহবধূ ৩দিন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। আহতের অভিযোগ তার স্বামী শুকুরের দেওয়া অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় স্বামীর ইশারায় বাড়িওয়ালা এ হামলার ঘটনা ঘটায়।জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ঘোষগাঁও গ্রামের জয়নাল মিয়ার কলোনীতে স্থানীয় বাঘাগ্রামের শুকুর মিয়া স্ত্রীসহ বসবাস করতো। বাড়িওয়ালার সাথে শুকুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের সূত্র ধরে জয়নালের সাথে অনৈতিককাজে লিপ্ত হতে শুকুর তার স্ত্রীকে চাপ দেয়। এতে স্ত্রী রাজী না হলে ২৯ সেপ্টেম্বর শুকুর তার স্ত্রীকে নির্যাতন করেন। এ ঘটনায় রাতে নির্যাতিতা গৃহবধূ গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এতে স্বামী শুকুর মিয়া ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাই রাজু, বাড়িওয়ালা জয়নালকে জিডির বিষয় জানায়। এতে তারা দেশিয় অস্ত্র দিয়ে ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় জয়নালের কলোনীতে প্রকাশ্যে ওই গৃহবধূকে মারধোর করে। এ সময় ওই গৃহবধূকে বাঁচাতে এগিয়ে আসলে জয়নালের পিতা আজির উদ্দিনসহ ২ জন আহত হন। নির্যাতনে গৃহবধূ গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে নির্যাতিতার দুলাভাই ফারুক আহমদ জানান, শুকুরের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে তার সহযোগিদের দিয়ে এ হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত ওই গৃহবধূ হাসপাতালে ৩দিন চিকিৎসা শেষে গোলাপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।এ ব্যাপারে নির্যাতিতা বলেন, স্বামী শুকুরের ইন্দনে তার চাচাতো ভাই রাজু ও বাড়িওয়ালা জয়নাল আমাকে মারপিট করে আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে। আমি নির্যাতনকারীদের শাস্তি চাই।এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, নির্যাতিতার অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.