সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় সাক্ষী দিতে এসে ভোল পাল্টালেন ব্যবসায়ী মাসুক মিয়া। তিনি কুমাগাঁও রাজন হত্যার ঘটনাস্থলের ব্যবসায়ী। তাই তাকে ওই মামলার চার্জশিটে বাদি পক্ষের সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু আজ সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষী দিতে এসে আসামিপক্ষের হয়ে কথা বলেছেন তিনি। পরে বাদি পক্ষের আইনজীবীরা তাকে বৈরী ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুর ১২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে গ্রেফতারতৃত ১০ আসামির উপস্থিতে বাদি পক্ষের ৫ সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণের শুরুতেই রাজনের মায়ের সাক্ষ্যগ্রহন করেন আদালত। পরে রাজন হত্যার ঘটনাস্থলের ব্যবসায়ী মাসুক মিয়ার সাক্ষ্যগ্রহন শুরু হয়। এ সময় তিনি আসামিদের পক্ষে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে বাদি পক্ষের আইনজীবীরা তাকে বৈরী ঘোষণা করেন।এ ব্যাপারে রাজনের বাবার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শওকত চৌধুরী জানান, ব্যবসায়ী মাসুক ১৬১ ধারায় পুলিশের কাছে এক রকম সাক্ষী দিয়েছিলেন। কিন্তু আজ আদালতে এসে পুরো ভিন্ন সাক্ষী দেয়া শুরু করেন তিনি। তাই আমরা আদালতের কাছে তাকে বৈরী ঘোষণা করার আবেদন জানিয়েছি।প্রসঙ্গত, ব্যবসায়ী মাসুক মিয়ার গ্রামের বাড়ি সদর উপজেলার সাবেরগাঁওয়ে। রাজন হত্যার প্রধান আসমি কামরুলের গ্যারেজের পাশে একটি দোকান রয়েছে তার। তাই ওই মামলায় পুলিশ ১৬১ ধারায় তার জবানবন্দি নিয়েছিল।
শিশু রাজন খুন: বাদিপক্ষের সাক্ষী সাফাই গাইলেন আসামিপক্ষের
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৪, ২০১৫ | ৭:২৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »