সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট নগরীর বাগবাড়িতে বিয়ের চারদিনের মাথায় এক যুবক খুন হয়েছেন। ঘাতকরা রাসেল আহমদ (৩২) নামের ওই যুবককে খুন করে লাশ তার বাসার সামনে ফেলে যায়।মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।রাসেল বালাগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামের আবদুল খালিকের ছেলে। তিনি নগরীর বাগবাড়ি নরশিংটিলা ১২৯নং বাসায় নববধূকে নিয়ে ভাড়া থাকতেন।নিহতের ভাই সেলিম মিয়া বলেন, ‘চারদিন আগে ভাইকে বিয়ে করিয়েছি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ভাইয়ের ফাঁস লাগানো লাশ বাসার সামনে পড়ে থাকতে দেখি।’তিনি জানান, গত শুক্রবারে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মন্ডলপুর গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে রুশন বেগমকে (১৯) বিয়ে করেন রাসেল আহমদ। রুশন বেগম বাগবাড়ি ফুফুর বাসায় (নরশিংটিলা নং-৩১৬) থাকতেন। সেখান থেকে বিয়ে সম্পন্ন হয়েছিলো।স্থানীয় বাসিন্দা আব্দুল খালিক জানান, ‘সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে রাসেলের লাশ পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ বাসার সামনে রেখে গেছে বলে আমরা ধারণা করছি।’কোতোয়ালি মডেল থানার এএসআই নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে রাসেলকে হত্যা করা হতে পারে ধারণা তার।
পঠিত : 68
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন