সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আলী আকবর (৫০)।গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর মিয়া (৫০), সুরমা বেগম (৪০), রুপশা বেগম (২৫), আব্দুর রহমান (২৬), আনোয়ার মিয়া (৬০) ও সফর চাঁন বিবি (৬৫) কে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাখাই উপজেলার বামৈ থেকে ছেড়ে আসা হবিগঞ্জমুখী একটি যাত্রীবাহী চান্দের গাড়ি শহরতলীর রিচি এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আলী আকবর নিহত হন।