সিলেটপোস্টরিপোর্ট:সদরের টুলটিকর ইউনিয়নের বালুচর নতুন বাজারে বি.বাড়িীয়া ফার্মেসির যার ভিজিটিং কার্ডে উল্লেখ করা আছে ডাঃ এস.এম.আছলাম ফার্মাশিষ্ঠ তার ভুল চিকিৎসার কারনে ৬ বৎসরের শিশু ওমর আলীর প্রান কেরে নিল, এ গঠনা গত ২২ অক্টোবর বিকাল ৫ টার সময় । সরজমিনে গিয়ে জানা যায় মৃত ওমর আলীর বাবা মা এবং দাদীর বক্তব্যেতে গত ২৩ অক্টোবর রাতে ওমর এর জ্বর উটলে পর দিন দিনে তার জ্বর বেরে যায় তার অবস্তা অবনতি দেখে ওমরের মা বাবা ও সৎ মা ডাঃ আছলাম এর কাছে নিয়ে যাওয়া হয়. ডাঃ আছলামের কাছে নিয়ে যান,ওমরের অবস্তা দেখে সে একটা ইনজেকশন পুস করে ওমরের কমরের পিছনে,ঐ ইনজেকশন পুস করার ২০ মিনিট পর থেকে ওমরের অবস্তার অবনতি বেরে যায় এ অবস্তা তার মা বাবা বুজতে পেয়ে তারা তাকে ওসমানি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওসমানি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওমরের মৃত্যু হয়েছে বলে জানান মৃত ওমরের বাবা মাকে।্অসহায় বাবা মা মৃত ওমরের লাশ নিয়ে তাদের বাসা সদরের বালুচর জুনাকীতে নিয়ে যায়.ছেলেকে দাফন কাপন করানোর মত টাকা ছিলনা তাদের কাছে পরে দার করে দাফন কাফন সম্পন্ন করেন.এ কথা গুলো কান্নাজড়িত কন্ঠে সিলেটপুস্ট এর নির্বাহী সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের সিলেট প্রতিনিধিকে কান্নাজঢ়িত ক›েঠ বলেন ওমরের মা বাবা সহ পরিবারের সবাই তারা আরো জানান দাফনের দার টাকা ৪/৫ দিন পর তাদের একটা গরু বিক্রি কওে পরিশোদ করেন।এবং আওে বলেন বালুচর বাজার কমিটির কাছে বিচার পার্থী হলে তারা আজ কাল শেষ কওে দিব বলে বিগত ২৩ দিন অতিবাহিত হয়।এমন কি বাজার কমিটি মৃত ওমরের মা বাবা অভিযোগ থানায় দিতে চাইলে সেটা ও করতে দেওয়া হয়নি।বাজার কমিটির সভাপতির সাতে মোবইল ফোনে আলাপ করতে চইলে সভাপতি ফোন দরেন্নি.স্তানীয় মেম্বার এর সাথে আলাপ করলে তিনি জনানান ঘটনার তিনি সুনামগনঞ্জ ছিলেন ঐ সংবা পেয়ে এসে তিনি দাফনের জন্য দুই হজার টাকা দার দেন আবার এ ও বলেছেন টাকা দুই হাজার মৃত ওমরের বাবা ৩/৪দিন পর পরিশোধ করেন,মেম্বার এর কাছে ডাক্তার আছলাম এত বড় একটা ঘঠনা গটালো ্আপনি কি উদ্দ্যেগ নিলেন জানতে চাইলে মেম্বার বাজার কমিটিকে দোষারুপ করলেন।এবং এ কথা তিনি বলেছেন মৃত ওমরের বাবা মাকে নিয়ে থানায় অভিযোগ দাখিল করবেন।কিন্তু ঐ ঘটনার পর থেকে ডাক্তার আছলাম এর চেম্বার বন্ধ.তার সাথে আলাফ করতে চাইলে সে তার মোবইল রিং হওয়ার সাথে সাথে মোবইল ফোন বন্ধ করে রাখেন।এদিকে শাহপরান থানার ওসি জানান এ ব্যাপারে তিনি জানেননি এবং কোনু অভিযোগ আসেনি অবিযোগ আসলে ব্যাবস্তা নিবেন বলে তিনি জানান।
বালুচরে ভুয়া ডাঃ আছলামের ভুল চিকিৎসার কারনে শিশুর মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৪, ২০১৫ | ৩:১১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »