সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «  

বালুচরে ভুয়া ডাঃ আছলামের ভুল চিকিৎসার কারনে শিশুর মৃত্যু

v&সিলেটপোস্টরিপোর্ট:সদরের টুলটিকর ইউনিয়নের বালুচর নতুন বাজারে বি.বাড়িীয়া ফার্মেসির যার ভিজিটিং কার্ডে উল্লেখ করা আছে ডাঃ এস.এম.আছলাম ফার্মাশিষ্ঠ তার ভুল চিকিৎসার কারনে ৬ বৎসরের শিশু ওমর আলীর প্রান কেরে নিল, এ গঠনা গত ২২ অক্টোবর বিকাল ৫ টার সময় । সরজমিনে গিয়ে জানা যায় মৃত ওমর আলীর বাবা মা এবং দাদীর বক্তব্যেতে গত ২৩ অক্টোবর রাতে ওমর এর জ্বর উটলে পর দিন দিনে তার জ্বর বেরে যায় তার অবস্তা অবনতি দেখে ওমরের মা বাবা ও সৎ মা ডাঃ আছলাম এর কাছে নিয়ে যাওয়া হয়. ডাঃ আছলামের কাছে নিয়ে যান,ওমরের অবস্তা দেখে সে একটা ইনজেকশন পুস করে ওমরের কমরের পিছনে,ঐ ইনজেকশন পুস করার ২০ মিনিট পর থেকে ওমরের অবস্তার অবনতি বেরে যায় এ অবস্তা তার মা বাবা বুজতে পেয়ে তারা তাকে ওসমানি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওসমানি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওমরের মৃত্যু হয়েছে বলে জানান মৃত ওমরের বাবা মাকে।্অসহায় বাবা মা মৃত ওমরের লাশ নিয়ে তাদের বাসা সদরের বালুচর জুনাকীতে নিয়ে যায়.ছেলেকে দাফন কাপন করানোর মত টাকা ছিলনা তাদের কাছে পরে দার করে দাফন কাফন সম্পন্ন করেন.এ কথা গুলো কান্নাজড়িত কন্ঠে সিলেটপুস্ট এর নির্বাহী সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের সিলেট প্রতিনিধিকে কান্নাজঢ়িত ক›েঠ বলেন ওমরের মা বাবা সহ পরিবারের সবাই তারা আরো জানান দাফনের দার টাকা ৪/৫ দিন পর তাদের একটা গরু বিক্রি কওে পরিশোদ করেন।এবং আওে বলেন বালুচর বাজার কমিটির কাছে বিচার পার্থী হলে তারা আজ কাল শেষ কওে দিব বলে বিগত ২৩ দিন অতিবাহিত হয়।এমন কি বাজার কমিটি মৃত ওমরের মা বাবা অভিযোগ থানায় দিতে চাইলে সেটা ও করতে দেওয়া হয়নি।বাজার কমিটির সভাপতির সাতে মোবইল ফোনে আলাপ করতে চইলে সভাপতি ফোন দরেন্নি.স্তানীয় মেম্বার এর সাথে আলাপ করলে তিনি জনানান ঘটনার তিনি সুনামগনঞ্জ ছিলেন ঐ সংবা পেয়ে এসে তিনি দাফনের জন্য দুই হজার টাকা দার দেন আবার এ ও বলেছেন টাকা দুই হাজার মৃত ওমরের বাবা ৩/৪দিন পর পরিশোধ করেন,মেম্বার এর কাছে ডাক্তার আছলাম এত বড় একটা ঘঠনা গটালো ্আপনি কি উদ্দ্যেগ নিলেন জানতে চাইলে মেম্বার বাজার কমিটিকে দোষারুপ করলেন।এবং এ কথা তিনি বলেছেন মৃত ওমরের বাবা মাকে নিয়ে থানায় অভিযোগ দাখিল করবেন।কিন্তু ঐ ঘটনার পর থেকে ডাক্তার আছলাম এর চেম্বার বন্ধ.তার সাথে আলাফ করতে চাইলে সে তার মোবইল রিং হওয়ার সাথে সাথে মোবইল ফোন বন্ধ করে রাখেন।এদিকে শাহপরান থানার ওসি জানান এ ব্যাপারে তিনি জানেননি এবং কোনু অভিযোগ আসেনি অবিযোগ আসলে ব্যাবস্তা নিবেন বলে তিনি জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.