সিলেট পোস্ট রিপোর্ট : সিলেট মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (সিলেট ম্যাটস) এর ৮ম ব্যাচের নবীববরণ ও ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজানস্থ সিলেট ম্যাটস ক্যাম্পাসে সোমবার সকালে সিলেট মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (সিলেট ম্যাটস)’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ম্যাটসের অধ্যক্ষ ডা. প্রমথেশ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ম্যাটস এর ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল রন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর নির্বাহী পরিচালক ও যুব সংগঠক শাহীন আহমদ। ম্যাটসের চীফ কো-অর্ডিনেটর রায়হান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ম্যাটসের পরিচালক আব্দুল খালিক ও সহকারী শিক্ষক সুধাসিন্দু দাস। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ম্যাটসের শিক্ষার্থী আশফাকুর রহমান, রাজু আহমদ, মিজানুর রহমান, আকবাল হোসেন সাজন, মম রানী নাথ প্রমুখ।