সিলেট পোস্ট রিপোর্ট : কোম্পানীগঞ্জ উপজেলার কমলাছড়া এলাকা থেকে প্রায় ৬ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ পাথরকোয়ারি বিওপির টহল দল মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে সোমবার বিকেলে এসব মাদকদ্রব্য জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৩৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ, ২৪ বোতল ব্লু-রিবেন্ড মদ, ১০৪ ক্যান ভারতীয় হাইওয়ার্ডস বিয়ার। অভিযানকালে বাংলাদেশি একটি বার্কি নৌকাও আটক করা হয়।
অভিযানে জব্দকৃত এসব মাদকদ্রব্যের মূল্য ৫ লাখ ৮৪ হাজার ৫শ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন নায়েবে সুবেদার মো. আবদুল মতিন। জব্দকৃত মাদকদ্রব্য স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।