সিলেটপোস্ট ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার পর এ দুই শীর্ষ যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে সরকারি সিদ্ধান্ত অনুসারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনি নির্দেশনা মেনেই রায় কার্যকর করবে সরকার।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিভিউ খারিজের আদেশের কপি এলে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সময় রয়েছে। আইন মেনে সব ঠিকঠাক করে আমরা ব্যবস্থা নেবো।
এ রায়ের প্রতিবাদে জামায়াত বৃহস্পতিবার হরতাল ডেকেছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত এখনও রাজনৈতিক দল হিসেবে রয়েছে। তারা হরতাল দিতেই পারে। তবে জামায়াতের হরতাল জনগণ মানেনি। দেশের আইন-শৃঙ্খলার প্রশ্নে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে, আমেরিকার চেয়েও ভালো আছে। তবে দু’একটি অপচেষ্টা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার ঠেকানো ও অন্য কোনো উদ্দেশ্য আছে দেশকে অস্থিতিশীল করতে।
এদিকে দুপুরেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৈঠক করেছেন উর্ধ্বতন কারা কর্মকর্তারা। রায় বহাল পরবর্তী আনুষ্ঠানিকতা নির্ধারণ ও ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিতে এ বৈঠকে অংশ নেন আইজি প্রিজন ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবিরসহ কেন্দ্রীয় কারাগারের অন্যান্য কর্মকর্তারা।