সিলেটপোস্টরিপোর্ট: ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের নছরতপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে ২শিশু আহত হয়ে হয়েছে। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, কুমিল্লা জেলার গৌরিপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র সায়েদুল ইসলাম ইমন (৭) ও তার ভাই সোহাগ (৬) গত মঙ্গলবার রাতে কুমিল্লা রেল স্টেশন থেকে সিলেটগামী ট্রেনের ছাদে উঠে। এক পর্যায়ে তারা ট্রেনের ছাদে ঘুমিয়ে পড়ে। ট্রেনটি চলতে চলতে হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুরে আসলে সকাল হয়ে যায়। এক পর্যায়ে তারা ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আহত ২ শিশু জানায় টাকা না থাকায় তারা ট্রেনের ছাদে উঠেছিল। তাদের উদ্দেশ্য শাহজালাল বাবার মাজার জিয়ারত করা। গতকাল সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় তাদের অবস্থা আশংকাজনক।